প্রবাস বন্ধু গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর - ২০২৩.Help school - Help School

প্রবাস বন্ধু গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর - ২০২৩.Help school

Daftar Isi [Tutup]

     প্রবাস বন্ধু গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর - ২০২৩



    প্রবাস বন্ধু সৃজনশীল প্রশ্ন ও উত্তর - ২০২৩.Help school


    প্রবাস বন্ধু গল্পের গুরুত্বপূর্ণ  সৃজনশীল প্রশ্ন ও উত্তর যেসব পড়লে ও দেখলে তোমাদের খুবই উপকার হবে। এই সকল সৃজনশীল প্রশ্ন সকল বোর্ড,  অনুধাবন, প্রয়োগ,  উচ্চতার দক্ষতা  মূলক  প্রশ্ন  থেকে নেওয়া হয়েছে। আসা করি এই সকল সৃজনশীল প্রশ্ন পড়লে তোমাদের S.S.C পরীক্ষার  প্রবাস বন্ধু বিষয়ের জন্য খুব উপকারী হবে।


    আরও পড়ুন :-

    অভার্গীর স্বর্গ গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর - ২০২৩.


    প্রবাস বন্ধু সৃজনশীল প্রশ্ন - ০১ 


    স্বচ্ছ জলধারা। অনাবিল আনন্দে জলপাথরের বিছানায় শুয়ে বসে গােসল আর হৈ-হুল্লোড়ে সময়ের হিসাব হারিয়ে ফেলার অবস্থা আমাদের। শুধু পা ভিজিয়ে ক্ষান্ত থাকেন না এখানে আসা মানুষ। শরীর এলিয়ে দিয়ে যখন চোখ বুজে আসে তখন এক পাথরে ভরা বাথটাব বলেই মনে। হবে। নীল আকাশ আর থরে থরে বিছানাে পাথর। দুরে দিগন্তবিস্তত সবুজ পাহাড়ের হাতছানি। এ সবকিছুর মেলবন্ধনেই অপরুপ বিছানাকান্দি।। হ্যা, সিলেটের স্বর্গ বিছানাকান্দি। স্রোতধারায় দাড়িয়ে উপভােগ করতে পারবেন অন্য এক রাজ্য। সীমান্তের ওপার থেকে বয়ে আসা স্বচ্ছ জলধারা। আর পাথরের মায়াজালে যেখানে হারিয়ে যাবেন নিমিষেই। যেখানে মেঘ, পাহাড় আর জল ধারার মিতালি আপনাকে আপন করবে গভীর মমতায়। 

    ক. রিলিফ ম্যাপের চেহারা মানে কী?

    খ. ‘পেঁজা বরফের গুঁড়ােয় ভর্তি’ বলতে কী বােঝানাে হয়েছে?

    গ. উদ্দীপকের বর্ণনা ‘প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির মূল উদ্দেশ্য স্মরণ করিয়ে দেয়।”- উক্তিটি ব্যাখ্যা কর।

    ঘ. উদ্দীপকটি একেবারেই সামান্য সহজ সরল বয়ান”– তােমার পঠিত প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির তুলনামূলক বিশ্লেষণ কর। 


    প্রবাস বন্ধু সৃজনশীল উত্তর ০১


      ক.

     রিলিফ ম্যাপের চেহারা মানে হচ্ছে প্রচণ্ড শীত বা গরমে মুখের চামড়া ফেটে গিয়ে খসখসে বা অমসৃণ হয়ে যাওয়া।


    খ.

    • ‘পেঁজা বরফের গুঁড়ােয় ভর্তি’ বলতে আফগানিস্তানে প্রাকৃতিকভাবে সংগৃহীত বরফ দ্বারা আঙুর সংরক্ষণ করার বিশেষ প্রক্রিয়াকে বােঝানাে হয়েছে।

    •  ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে লেখককে তাঁর আফগান ভত্য আবদুর রহমান নানা রকম খাবার পরিবেশন করে। সেগুলাে পরিমাণে এত বেশি যে লেখক তার সিকিভাগও খেতে পারেন না। সে একের পর এক খাবার তার সামনে হাজির করতে থাকে এবং একপর্যায়ে পেঁজা বরফের গুঁড়ােয় ভর্তি একটা ডাবর নিয়ে হাজির হয়। সে বলে এটা হলাে বাগেবালার বরফি আঙুর। বরফে ঢাকা থাকা সত্ত্বেও আঙুরগুলাে খুব বেশি ঠান্ডা হয় না। প্রশ্নোক্ত বাক্যে এ বিষয়টি বােঝানাে হয়েছে।


    গ.

    •  “উদ্দীপকের বর্ণনা ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির মূল উদ্দেশ্য স্মরণ করিয়ে দেয়।”- উভয় ক্ষেত্রেই প্রাকৃতিক দৃশ্য এবং বেড়ানাের আনন্দ প্রতিফলিত হয়েছে।

    • ভ্রমণে মানুষ বৈচিত্র্যময় আনন্দ উপভােগ করে। এতে জ্ঞানের ভাণ্ডারও সমৃদ্ধ হয়। মানুষ নিজেকে প্রকৃতির কাছে নিয়ে গিয়ে বাঁধাধরা কর্মজীবনের ক্লান্তি দূর করতে পারে । একঘেয়েমি থেকে অন্তত কিছু সময়ের জন্য মুক্তি পাওয়া যায়।

    • উদ্দীপকে সিলেটের বিছানাকান্দির নৈসর্গিক দৃশ্যের বর্ণনা করা হয়েছে। নীল আকাশ আর থরে থরে পাথর বিছানাে বিছানাকান্দি দেখে মনে হয় প্রকৃতি যেন তার নিজের হাতে সৌন্দর্যের ডালি সাজিয়েছে। দূরে দিগন্তবিস্তৃত সবুজ পাহাড়ের হাতছানি। স্বচ্ছ জলধারার মধ্যে পাথরের মায়াজাল । প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতেও প্রকৃতির হদয়গ্রাহী বর্ণনা রয়েছে। লেখক উত্তর আফগানিস্তানের প্রকৃতির বর্ণনায় আবদুর রহমানের জবানিতে বলেছেন— শীতকালে সে। কী বরফ পড়ে! মাঠ, পথ, পাহাড়, নদী, গাছপালা সব ঢেকে যায় । খেতখামারের কাজ বন্ধ। বাইরে বরফ পড়ছে। বরফ পড়ছে দুদিন, তিন দিন, পাঁচ। দিন, সাত দিন ধরে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখা যায় বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে। সূর্য উঠেছে সাদা বরফের উপর সে রােশনির দিকে চোখ মেলে তাকানাে যায় না। এভাবে প্রবাস বন্ধু' রচনার মূল উদ্দেশ্য অর্থাৎ এই প্রাকৃতিক দৃশ্যকে স্মরণ করিয়ে দেয় উদ্দীপকটি। 


    ঘ.

    • উদ্দীপকটি একেবারেই সামান্য সহজ সরল বয়ান। অন্যদিকে প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির বর্ণনা বৈচিত্র্যময়, হৃদয়গ্রাহী ও আকর্ষণীয়। এতে লেখকের দূরদৃষ্টি, অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও মূল্যবােধের বহিঃপ্রকাশ ঘটেছে।

    •  অচেনা, অদেখা সবকিছুই কৌতুহলােদ্দীপক। মানুষ চায় অচেনাকে চিনতে, অদেখাকে স্বচক্ষে দেখতে । তবে একেকজন একেকভাবে দেখে এবং তার বর্ণনাও যার যার মতাে করে দেয়। কোনােটা হয় আটপৌরে, দ্যোতনাহীন আবার কোনাে কোনাে বর্ণনা হয় সজীব, সরল ও জীবন্ত ।

    • উদ্দীপকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের স্থান সিলেটের বিছানাকান্দির কথা বর্ণিত হয়েছে। তবে বর্ণনাটি নেহাত সাদাসিধে, সহজসরল। শুধু প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা রয়েছে এখানে। অন্যদিকে প্রবাস বন্দু' ভ্রমণকাহিনিতে উক্ত বিষয়ের বর্ণনার পাশাপাশি একটি অপরিচিত দেশের ভৌগােলিক পরিবেশ, সে দেশের মানুষ ও তাদের জীবনযাত্রার নানা বিষয়ের বর্ণনা রয়েছে।

    •  ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে লেখক প্রতিবেশী দেশ আফগানিস্তানের ভূমি, পরিবেশ, সেখানকার মানুষ ও তাদের সহজ-সরল জীবনাচরণ, বিচিত্র খাদ্য ইত্যাদি হাস্যরসাত্মকভাবে এই রচনায় ফুটিয়ে তুলেছেন। এর সঙ্গে সঙ্গে লেখকের আফগানিস্তানে ভ্রমণের অভিজ্ঞতার বর্ণনাও রচনাটিকে বৈচিত্র্যময় করে তুলেছে। আফগান আবদুর রহমান চরিত্রের মধ্যে সরলতা, স্বদেশপ্রেম, অতিথিপরায়ণতার দিকটি ফুটে উঠেছে। এসব বৈচিত্র্যময় বর্ণনা উদ্দীপকে অনুপস্থিত। সুতরাং বলা যায়, উদ্দীপকের বর্ণনা সহজসরল ও সামান্য হলেও ‘প্রবাস বন্দু' ভ্রমণকাহিনির বর্ণনা যেমন বৈচিত্র্যময় তেমনই আকর্ষণীয় ও তত্ত্বজ্ঞানসমৃদ্ধ।


    প্রবাস বন্ধু সৃজনশীল প্রশ্ন  ০২



    ফিলিপিনাে সহকর্মীর কাছ থেকে জানতে পারি প্রকতির সপ্তাশ্চর্য হিসেবে নির্বাচিত “পুয়ের্তো প্রিন্সেসা ভূগর্ভস্থ নদী” সম্পকে। ইচ্ছে হলেও সুযােগ তৈরি হলাে বেশ কিছুদিন পর। অবশেষে এক বন্ধের দিন সহকর্মীদের সাথে রওয়ানা হলাম নদীর উদ্দেশে। শহর থেকে অফিসের গাড়িতে সমুদ্রতীর। যেখান থেকে বােটে ভূগর্ভস্থ নদীর মুখে। গাইড, জ্যাকেট, হেলমেট, ব্যাটারির আলাে নিয়ে নৌকায় রওয়ানা হলাম। নদীর পথে। সামনে উচু পাহাড়। আমাদের নৌকা একটি সুড়ঙ্গ নদী দিয়ে এগিয়ে চলেছে পাহাড়ের পেটের মধ্য দিয়ে। একটু পরই চারদিক ঘন অন্ধকার। সম্বল ব্যাটারির আলাে। গাইড আলাে ঘুরিয়ে দেখাচ্ছেন চারপাশ। আমরা সবাই চুপচাপ । হয়তাে সবার মাঝেই ভয় বিরাজ করছে। মাথার উপর বিশাল পাহাড় আর তার নিচে অন্ধকারে পানির মধ্যে একটু ভয় পাওয়া অস্বাভাবিক নয়।


    ক. হরফন-মৌলা' শব্দের অর্থ কী?

    খ. “পা দুখানা ডিঙি নৌকার সাইজ” বলতে লেখক কী বুঝিয়েছেন?

    গ. উদ্দীপকে ‘প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা কর।

    ঘ. “প্রকৃতির ঝড়াে রূপ অথবা সৌন্দর্য শান্ত নিবিড় মানুষকে বাক্যহীন করতে পারে।”— মন্তব্যটি উদ্দীপক ও ‘প্রবাস বন্ধু। ভ্রমণকাহিনির আলােকে বিশ্লেষণ কর।


    প্রবাস বন্ধু সৃজনশীল উত্তর ০২


     ক.

     হরফন-মৌলা’ শব্দের অর্থ সকল কাজের কাজি। 


     খ.

    •  “পা দুখানা ডিঙি নৌকার সাইজ” বলতে লেখক আবদুর রহমানের পায়ের আকৃতিকে বুঝিয়েছেন।

    • ' প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে কাবুলে লেখকের সব কাজ করে দেওয়ার জন্য আবদুর রহমানকে নিয়ােগ করা হয়। তার উচ্চতা ছয় ফুট চার ইঞি। ঠোটের আকার আড়াআড়ি কলা গিলতে পারার মতাে। বিশালাকার মাথায় বিশাল পাগড়ি। এই বিশাল শরীরের ভার বহনের মতাে মানানসই তার পা জোড়া। লেখকের মতে তা দেখতে ডিঙি নৌকার মতাে। আবদুর রহমানের বিশাল শরীরের ভার বহন করার জন্য ঐ সাইজের পা যথেষ্ট ছিল। মূলত পায়ের আকৃতি উল্লেখ করে লেখক আবদুর রহমানের বিশাল শরীরের সূক্ষ্ম বর্ণনা দিয়েছেন।


     গ.

    • উদ্দীপকে ‘প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির ফুটে ওঠা দিকটি হলাে প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি।

    • প্রকৃতির সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। মানুষের কাছে প্রকৃতির সব সৌন্দর্যই বিস্ময়কর। কারণ মানুষ শত চেষ্টা করেও প্রকৃতির। রূপবৈচিত্র্যের পুরােপুরি সন্ধান পায় না। তাই তা দেখে মানুষের বিস্ময়ের সীমা থাকে না।

    • উদ্দীপকে জনৈক ব্যক্তি ফিলিপিনাের ‘পুয়ের্তো প্রিন্সেসা ভূগর্ভস্থ নদী’র সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। এ বর্ণনায় প্রকৃতির প্রতি তার গভীর অনুরাগের পরিচয় পাওয়া যায়। নদীর মুখে বিশাল এক পাহাড়। তার পেটের ভেতর দিয়ে বয়ে গেছে ঐ নদী। মাথার উপরে বিশাল পাহাড় আর ব্যাটারির আলােয় আলােকিত পানি প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। প্রবাস বন্দু' ভ্রমণকাহিনিতেও আবদুর রহমান তার নিজের এলাকা পানশিরের সৌন্দর্যের বর্ণনা দিয়েছে। সেখানে শীতকালে প্রচুর বরফ পড়ে। নানা ধরনের বরফ। মাঝে মাঝে বাতাস বয় কখনােবা ঝড়। এক সময় ঘুটঘুটে অন্ধকার, সঙ্গে বাতাসের শব্দ। বরফ পড়া বন্ধ হলে ভােলা চোখে বরফের দিকে তাকানাে। যায় না ঔজ্জ্বল্যের কারণে। প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি উদ্দীপক ও প্রবাস বন্ধু ভ্রমণকাহিনিতে ফুটে উঠেছে। 


    ঘ.

    • উচ্চতর দক্ষতা থবা সৌন্দর্য শান্ত নিবিড় মানুষকে বাক্যহীন করতে পারে” – মন্তব্যটি যথার্থ।

    • পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টিকর্তার এক অপার সৃষ্টি যা মানবচিত্তে অনাবিল আনন্দ সঞ্চার করে। প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয় না এমন মানুষ নেই বললেই চলে। প্রাকৃতিক রূপবৈচিত্র্যের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। তাই সুযােগ পেলেই মানুষ প্রকৃতির মাঝে অবগাহন করতে চায়।

    •  উদ্দীপকে প্রাকতিক সৌন্দর্যের অন্যতম স্থান পুয়ের্তো প্রিন্সেসা ভূগর্ভস্থ নদী’ সম্পর্কে বলা হয়েছে। এখানে ভূগর্ভস্থ নদীর চিত্র ফুটে উঠেছে। পাহাড়ের পেটের ভেতর দিয়ে সুড়ঙ্গের মতাে নদীপথে যেতে যেতে মনে হয় যেন পাহাড় চারদিক থেকে চেপে আসছে। ভেতরের। পরিবেশের নীরবতা এর সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে আবদুর রহমানও তার নিজের দেশ পানশিরের অপূর্ব বর্ণনা দিয়েছে। বরফের সৌন্দর্য, পরিবেশের উজ্জ্বলতা সবই একে একে ফুটে উঠেছে তার বর্ণনায়। শীতপ্রধান পানশিরে মেঘের মতাে, পেঁজা তুলাের মতাে, ঝিরঝিরে বৃষ্টির মতাে বরফ পড়ার সৌন্দর্য দেখার পর মানুষ আবেগে, আবেশে, ভালাে লাগায় বাক্যহীন হতে পারে।

    • উদ্দীপকে ভূগৰ্ভস্থ নদীর সৌন্দর্যের প্রভাবে সবাই নীরব হয়ে যায়। সৌন্দর্য ভাষা কেড়ে নিলেও দৃষ্টি তা অনবরত অবলােকন করতে। আৰ। (পবাস বন্ধ ভ্রমণকাহিনিতে পানশিরের সৌন্দর্যে মােহিত হয়ে বাক্যহীনভাবে অতি দীর্ঘ সময় একইভাবে অতিবাহিত করা। সম্ভব। প্রকতির বিস্ময় মানুষের ওপর যে প্রভাব ফেলে, তা-ই ফুটে উঠেছে উদ্দীপক ও ‘প্রবাস বন্ধ ভ্রমণকাহিনিতে।


    তথ্যসংগ্রহ :- পাঠ্য বই ,  লেকচার পাঠ সহায়ক বই  , আমার দেশ  ও বেলমোতিয়া গল্প  থেকে নেওয়া।